তুমি দেখছো দূরের আকাশ
ভাবছো কত নীল
আমি দেখছি খুব নিকটে
উড়ছে কিছু চিল!

চিলের গায়ে আমার প্রিয়
পতাকাটা আঁকা-
ওসব দেখে যায় কি বলো-
চুপটি করে থাকা?

যতই মুখোশ পড়ুক না সে
স্বভাব কিন্তু তার-
পরের বেসাত কেড়ে নেয়া
স্মরণ- বারংবার!

দেশ আমাদের ভালোবাসা
পরম প্রিয় অতি
মুখোশধারী চাইতে পারে-
এই দেশটার ক্ষতি।

তাইতো বলি ও দেশপ্রেমী
সাবধান! সাবধান!
চিলের প্রতি- নজর রাখো
দেশের প্রতি টান।