আমার প্রিয় জ্ঞান-বিজ্ঞান
তুশি খুশী ছড়ায়-
তুমি বলো কোন বইটা-
আনন্দ পাও পড়ায়?


প্রশ্ন শুনে মুচকি হেসে
বললো শেষে তুলি-
“আমার প্রিয় বইটি হলো
ঠাকু’মায়ের ঝুলি!
ভুত-পেত্নী দৈত্য-দানব
রাজকুমারী আর-
অচিন দেশের রাখাল ছেলের
গল্প চমৎকার!
রাক্ষসেরা-  খোক্কসেরা
যে দেশটাতে থাকে
মানুষ পেলে অমনি ধরে
খাঁচায় পুরে রাখে!
কেমন করে বাঁচবে- ভেবে
খুব শিহরণ জাগে-
ঠাকু’মায়ের গল্প যে তাই
পড়তে ভালো লাগে!”


“চলো চলো বইমেলাতে
যার যা বেছে লই,
এক জা’গাতেই যাচ্ছে পাওয়া
হাজার রকম বই।।