"ছন্দ" বলতে তুমি যা বোঝ
আমি বুঝি তার উল্টা,
ছন্দ ছাড়া কি করে ফুটবে-
কবিতার বুকে ফুলটা?


কবিতা জুড়ে থাকতে পারে
অন্ত্য-মিলের রোশনাই,
তাকে যদি কেউ ছন্দ বলো
তাতে কিন্তু দোষ নাই!


আমার মতে ছন্দ হলো যে-
কবিতার এমন শব্দ
মনকে ছুঁয়ে প্রাণকে নাচায়,
ভাবনা করে জব্দ!


ছন্দ বিহীন কবিতাটা তাই
কেমন করে হয় গো?
তবে, সব শব্দ ছন্দ হবে-
এমন কিন্তু নয় গো!