ছন্দ মাথায় নন্দ ঘোরে-
লাগবে নাকি ছড়া
জব্দ করার শব্দ আছে
ঝাল মিষ্টি কড়া!


দু’চার খানা ছড়িয়ে দিলে
গোমড়ামুখের খোকা
খিল খিলিয়ে উঠবে হেসে
নয় সে কথার ধোকা!


হাসবে খুকি রাগ করে যে
মুখ করেছে ভার;
এক নিমিষেই উধাও হবে
সব অভিমান তার!


লাগবে নাকি ছন্দ ছড়ার
মজার মজার বই
হাক ছেড়ে ডাক দিয়ে পথে
নন্দ ছোটে ঐ !!