বলছি মুখে- আছি সুখে!
বড়শি গাঁথা ঠোঁটে-
ক্ষণে ক্ষণে পীড়ার দহে
প্রাণটা কেঁপে ওঠে!


সুখের স্মৃতি- অতীত তিথি
হারিয়ে গেছে কবে;
দুখের কথা শোনে না কেউ
ব্যস্ত এখন সবে!


চারপাশে জন- বন্ধু স্বজন
বড্ড তবুও একা-
আশায় থাকি সুখের পাখি
কখন দিবে দেখা।