কালের পটে- মহানায়ক
ভাবছে যারা ভিলেন,
তোমার মত যোগ্য নেতা
আগে কজন ছিলেন?

হতাশ হবার কিচ্ছুটি নেই
সাহস রাখো প্রাণে-
কি করোনি-  কি করেছো
সবাই সেটা জানে।

পাছের লোকে কিছু বলে
তাই নিয়ে ক্যান ভয়,
আঁধার শেষে আলো আসে
অরুণোদোয় হয়।

মায়ের চেয়ে মাসি ভালো
হলে জ্ঞানের অভাব,
দাঁত হারালেই মর্ম বোঝে
বাঙালির এই স্বভাব।