শংঙ্কা এখন ঢংকা বাজায় রোজ!
বন্দী ঘরে-
নন্দীরা কেউ নেয়না এসে খোঁজ!


কাব্য লেখা- ভাববো কতো আর?
শুয়ে বসে-
হিসাব কষে বাঁকছে শুধু-ই ঘাড়!


খিড়কি মেলে আকাশ দেখি নীল!
পানসে জীবন-
কোথাও খুঁজে পাই না অন্ত্যমিল!


আর কতো দিন চলবে এমন ছুটি!
দুয়ার খুলে-
দেখবো কবে- আলোর লুটোপুটি?