দেখি না কি হয়!
টু শব্দ করি নাকো-
চোর পাবে ভয়!


সে ঘরে নড়েচড়ে
বস্তায় মাল ভরে;
আমি দেখি দুই চোখে-
নিয়ে বিস্ময়!
মনটাকে স্থির করি
দেখি না কি হয়!


বস্তা মাথায় তুলে-
দরজার খিল খুলে
পাশ থেকে ছাতাটাও
বগলেতে লয়!
তবু আমি স্থির থাকি
দেখি না কি হয়!


চোখের আড়াল হলে
চোর চোর উঠি বলে
পাই না খুঁজে তারে-
গোটা পাড়াময়!
শেষে থানায় ছুটি
দেখি না কি হয়!