বাজি ধরে কাজীসাব
গিলে- রসগোল্লা!
বড় দুটি চোখ করে
জিব্বাতে জল ভরে
হা করে চেয়ে থাকে-
সাহাদত মোল্লা!


তক্ষনই উড়ে এসে
টেবিলটা জুড়ে বসে
গোটা চারি- ডোরাকাটা
মধুলোভী বোল্লা?


বোল্লা কি মধু খায়?
মজা করে চেখে যায়-
স্বগর্বে বলে- ‘মোরা-
ঢাকাইয়া পোল্লা!
উপরে যেমন তেমন
দিল আছে খোল্লা!
আমাগো দাম জানো
আশি ট্যাকা তোল্লা!’