(ডা. প্রদীপ কুমার রায় এরড ১৭.০৪.২০১৮ তারিখে প্রকাশিত "ধর্ম সংকট" কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা। শ্রদ্ধার সাথে প্রিয় কবিকেই নিবেদন করলাম)


লাভটা কিসে       আছে মিশে-
         সেটা ভালো বুঝি,
আতস কাঁচে        আগে পাছে
        স্বার্থটাকেই খুঁজি!


ধর্মে শোনাই           মর্ম কথা-
          কর্মে রাখি ফাঁক;
খোদার কিড়া          পেটে পীড়া
         ওটাই এখন ঢাক!


তন্ত্র-গুরুর              মন্ত্র পাঠে
           নিত্য নতুন চাল,
সকল বাবু             ওতেই কাবু
            ভয়েই বেসামাল!


মনের রোগে         ঠাকুর ভোগে
          পাচ্ছি দুধের বাঁটি,
তাইতো নিতি         দেখাই প্রীতি
           চেনা পথেই হাঁটি।


______________________
১৭.০৪.২০১৮, লালমনিরহাট, বাংলাদেশ।