.....বুকে নিয়ে অগাধ জল-
    বইছে নদী ছলাৎ ছল!
  দুই পাড়ে তার শ্যামলিমায়-
  পাখ-পাখালীর কোলাহল!


     ধলেশ্বরী নদীর নাম-
   চলছে বয়ে, চলাই কাম!
   বলছি তারে-“ওগো নদী
   আমার জন্য একটু থাম!”


   বললো নদী-“সময় নেই
   চলার পথে রাখছি খেই!
   কালের সাথে পাল্লা দিয়ে-
   জন্ম থেকে ছুটছি সেই!”