# ধনজয়ের বিবরণ


ধনজয় খুব নয়- একাদশ পাশ
ঘোষপাড়া, কুড়িগ্রামে তার আদিবাস!
হালে থাকে টংগী
নেই সাথী সংগী
এক হাতে রেঁধে-বেড়ে কাটে দিন-মাস!


#ধনজয়ের প্রেম


"ধনজয়ের ধন নেই, মন আছে খুব!
সেই মনে নির-জনে দিস যদি ডুব-
খুঁজলে রতন পাবি
মিটে যাবে সব দাবী
বলবিনা কাউকে; হিসসস্ চুপ! চুপ!"


#ধনজয়ের বিয়ে


প্রেম করে বিয়ে নয়, বিয়ে করে প্রেম!
থাকবে না ঝঞ্ঝাট; কোন প্রোবলেম!
তাই ছেড়ে ননীবালা
যামিনীর গলে মালা
যামিনীও হরি প্রেমে ছিলো সেম সেম!


#ধনজয়ের সংসার


আট মাসে ঘাট বেঁধে ধনজয় পিতা
মেয়ে হলে নাম রাখে তার সুস্মিতা
একদিন খুনসুটি
যামি কয় মুখ-ফুটি
“এই ফল তোর নয়,ছুঁয়ে বলি গীতা!”