কায়দা করে ফয়দা লোটে-
কিছু ধর্মবাজ*!
বেশ-ভূষায় যায়না চেনা-
ওদের নকল সাজ!


ভুল ঈশ্বরের ভুল শিক্ষা-
ওদের কারুকাজ,
মানবতার ধার ধারে না-
দেদার চালায় রাজ!


অল্প জ্ঞানের স্বল্প বোধে
অন্ধ মোরা আজ
চোখ থাকতে দেখি না রে
নিচ্ছে সুযোগ বাজ!


ধর্মবাজ* = তাদের বোঝাতে চেয়েছি- যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন।