হাঁফ ছেড়ে বাপজান-চলে গেলে ঐ পার
অগত্যা আমাকে পেতে দিতে হলো ঘাড়!
মাত্র তো ন’জনের আমার এই পরিবার!
যে দিয়েছে’ মুখটা তিনি দিবেন আহার!


কষ্টের সাথে রোজই- গড়ে তুলি সখ্য!
দিনে দিনে কুঁজো হই, তবু ঠিক লক্ষ্য!


মনে মনে কৃপা চাই, দয়াল- ঐ বিধাতার
এই হালে আমাকে- রাখবেন কতো আর!
তবু কেউ বললেই- “কেমন আছো ছাত্তার?”
ভালো আছি! ভালো আছি! বলছি বরংবার!


আসলে তো ভালো নেই! দিন রাত জ্বলছি,
তবে কেনো মিথ্যেটাই ঘুরে-ফিরে বলছি!