পারলে আমার সুখটা নিও
দুঃখ ছুঁইও না যে!
দুঃখ আমার বুকের ঘরে
রাখবো ভাঁজে ভাঁজে!
এবং তাকে করবো স্মরণ
আমার সকল কাজে!


হয়তো দেখে
  হাসবে লোকে
     কেউবা আবার
        কাঁদবে শোকে


হতেও পারে কেউবা আবার
মুখ ঘোরাবে লাজে!
নয়তো প্রচার করবে পাড়ায়
“লোকটা তো খুব বাজে”!


বাজে হয়েই
   থাকবো আমি
     দুঃখ চেপেই
       রাখবো আমি


কারোর হাতে কোনদিন আর
দেবোনা তা তুলে
নিজেই নিজের দুঃখ ছোঁবো
স্মৃতির কপাট খুলে!!


###২৬ আগষ্ট ২০১৭, লালমনিরহাট###