দৃষ্টি ধূসর   বৃষ্টি এলো-
পুকুর পাড়ে ঐ
কালকে ছিলে খেলার সাথী,
আজকে তুমি কই?


কাকে এখন করছো আপন?
কোথায় করো রাত্রি যাপন?


এই আমারে  ভুলেই গেছো
ভেবে অবাক হই!
তুমি কোন খোঁজ রাখোনা?
তবু আশায় রই।


দিনের শেষে রাত্রি নামে-
কথা জমাই বুকের খামে।


ভাবছি আজি আমি-ই বুঝি
যোগ্য তোমার নই!
তাই নীরবে- আমার ব্যথা
আমি একাই বই।।