কাদায় পরে দাদায় নাকাল,
ফুলিয়ে বুকের ছাতি-
কোমড় বেঁধে সামনে দাঁড়ায়
রহিম শেখের নাতি।


হ্যাইও ঠ্যালা! বদর- বদর-
ভীষণ গলার শোর,
নড়ছে না তো পালেরগোদা
বিফল গায়ের জোর!


শিক্ষাও চাই, দীক্ষাও চাই
আপন আপন কাজে,
নইলে পরে- বড়াই করে
ডুবতে হবে লাজে!