মুষ্ঠি পাকায়, এগিয়ে যায়- টেকোর দিকে হরি-
ভীষণ জোরে মারলো চাটি  সাহসে ভর করি।
বললো- “জামাইবাবু তোমায় দেখিনি তো আগে-
বাদাম খেলাম, কিছুটাতো দিতাম তোমার ভাগে!


টেকো ফিরে বলে- “সরি, আমি জামাই নই!’’
হরি বলে-“ বলো কি ভাই?  তুমি জামাই বৈ!”
ওদিক কাজল মুষরে পরে, আবার হলো হার-
বলে-“ হরি একশ’ দেবো, আরেকটা তো মার!”


হরি দেখে সুযোগটা বেশ-“টাকাটা দে আগে,
তারপরে দেখ্ চেয়ে চেয়ে কেমন মজা লাগে!”
টাকা দিয়েই কাজল মনের- খুশীতে আটখানা
এবার নি’ঘাত ফেরত পাবে, এমনটা হয় জানা!


হরি আবার এগিয়ে যায় টেকো মাথার পানে-
আবারও সে চাটি মারে, কানটা ধরেও টানে!
বলে-“ওগো জামাই বাবু- বলছো কেনো মিছে!
আমি তোমার শ্যালক হরি, ঠিক রয়েছি পিছে।”


টেকো বলে-“ধুৎত্তরি ছাই! বিয়ে করলাম কবে?
জামাই বাবু বলে যে এই রঙ-তামাশা হবে!”
মুখখানাকে গো-বেচারার ভান করে কয় হরি-
“সত্যি আমার ভুল হয়েছে, সরি! ও ভাই সরি!”


                  (চলবে)
-----------<><><>-------------