আমার আছে একটা বড়ো
দুখের বৈঠকখানা
যেই ঘরেতে আমার একার
দখল ষোলআনা।
নিজেই নিজের মতো থাকি
কষ্টতে হই মাখামাখি-
তবু সেথায় অন্য কারোর
প্রবেশ করা মানা।।


নানান রঙের দুঃখগুলি
সাজাই আপন মনে
বাজাই কতো বিরহ সুর
একাই নির-জনে।
আমি শ্রোতা আমার গানে
যতোই ব্যথা বাজুক প্রাণে
ভাগ দেবো না অন্য কারো
এই বেদনার রণে।।


# ২৪ মার্চ ২০২১ লালমনিরহাট।