ঘুম নেই। জানালা গলে-দু’চোখ তারার দেশে।
কী বা পেলাম এই জীবনে,  ভাবছি বেলা শেষে!
দিবা-রাতের কলুর বলদ, টেনেই গেছি ঘানি!
একটু হলে এপাশ ওপাশ_ জুটেছে হয়রানি!
পারের কড়ি হয়নি জোগাড় কাজের অজুহাতে!
চাইছি সদা আপন যারা থাকুক দুধে-ভাতে!
সেই সে আপন ডানে বামে ঘুমোচ্ছে নাক ডেকে
ভাবছি আমি কতোটা দূর এখন ওদের থেকে!