এক.


বাঁধে না বাসা; ভালোবাসার-
এমনও কিছু আছে;
দুঃখের জীবনে শরিক হতে
প্রেম টানেনা কাছে!


দূর থেকে কয় "ভালো থেকো"
পোষে মনে আশা,
তাকেই বলি স্বার্থক প্রেম
স্বর্গের ভালোবাসা!
_____০০০_____


দুই.


শির বাঁচনের র্নিবাচনে
আমরা করি ভুল;
ভুল মানুষে ভোটটা দিয়ে-
ছিঁড়ি মাথার চুল!


ঠিক তেমনি মনটা দিলে-
ভুল মানুষের হাতে
সারা জীবন বিষ-ই জোটে
মধুর বদল তাতে।।
_____০০০_____