অধরা


প্রতিদিন ভাঙ্গি!
ভেঙ্গে টুকরো টুকরো হই!
তবু বন্ধক রাখতে হয় বিবেক, অ-বিবেচকদের কাছে!


কচুরীপানার মতোই স্রোতে ভাসা জীবন! মাটি ছুঁতে-
ব্যকুল হই সারাটি ক্ষণ;
মাটি অধরাই আছে।।


===========================
কতোকিছু হতে চাই


আমি প্রতিদিন কতো কিছু হতে চাই
কতো...কিছু...


যেমন সূর্য; সারাদিনের হিসেব-নিকেশ
রাতের কাছে জমা রেখে-
নতুন করে শুরু করে আরেকটি সকাল;
অথচ আমি
যেতে পারিনা আমার শৈশব-কৈশোরে!
শুরু করতে পারিনা আরেকটি অধ্যায়!


যেমন বৃষ্টি; ধুয়ে মুছে সমস্ত আর্বজনা
প্রকৃতিকে করে সতেজ সমৃদ্ধ।
আমার চারপাশে আবর্জনার স্তুপ
খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই কী নেই
অথচ আমি
বৃষ্টির মতো ধুয়ে দিতে পারিনা এসব-
অনাকাংখিত নোংরাগুলো!


২৭/০৪/২০১৮, লালমনিরহাট।