ভাবে এমদাদ


মাকড়সা পায়ে পায়ে বুনছিলো ফাঁদ
অপলক দেখছিলো গালে রেখে হাত
“এটুকুন প্রাণীটার বুদ্ধি কী খাসা!!
এটা যদি ফাঁদ হয়, কই ওর বাসা?
বাসা নেই, ফাঁদে বসে থাকে দিনরাত
কী অবাক কান্ডরে...” ভাবে এমদাদ!
###১৮/০৫/২০১৭###


তা না হলে


মাঝরাতে চারদিকে  হঠাৎ ওঠে শোর
এই গেলো, ধর্ ধর্ চোর! চোর! চোর!
তাই শুনে এমদাদ
জেগে ওঠে সাথ সাথ
ঘরময় হাতড়িয়ে পায় না সে দোর!
চলছিলো শোরগোল চোর! চোর! চোর!


দরজাটা খুঁজে পেলে চোরটাকে ধরা
চুটকির কাজ ছিলো (!) নয় মশকরা,
চোরের কপাল ভালো
ঘরে ছিলো না আলো
সুযোগ হয়েছে তার... সটকে পরা’
তা না হলে ঠিক ব্যাটা পরতো ধরা!
###১৮/০৫/২০১৭###