সাতসকালে- বৃষ্টি এলে
বয়সে দেই ছুটি,
ইচ্ছেরা খায় কাঁদা-জলে
ভীষণ লুটোপুটি!
‘একান্ন’ যায় ‘পনেরো’-তে
দুরন্ত হই আমি,
রামধনুটা রঙ মেখে দেয়
একটু যদি থামি?
মাঠ পেরিয়ে আবার ছুটি
অথৈ জলের ঘাটে
ইচ্ছেরা হয় বাতাসী মাছ
ঢেউয়ে সাঁতার কাটে!


ভর দুপুরে- মেঘ ডাকলেই-
ময়ূর হয়ে নাচি;
তখন আমার ‘একান্ন’ হয়
‘বারো’র কাছাকাছি!
ইচ্ছেরা সব ফোটে গিয়ে
কদম গাছের ডালে,
নয়তো তারা বৃষ্টি হয়েই
ঝরে টিনের চালে!


ছন্দ তালে  সন্ধ্যা কালে  
বৃষ্টি যদি নামে,
ইচ্ছেরা হয় ‘নয়’ বছরের
স্মৃতির রঙিন খামে!


### ০৩ মে ২০১৭ লালমনিরহাট ###