প্রীতির কাছে নীতির কথা বলতে আছে মানা-
বিবেকালী বধির এখন বোধের দু'চোখ কানা!
সত্য ঘরে বন্দী থাকে
মিথ্যে বদন আগলে রাখে
সাধুর ঘরে অসাধু-জন... নিত্য-ই দেয় হানা!


চিল-শকুনে খাচ্ছে খুটে আমার সোনার দেশ
দেশ দরদী সাজলে এখন বাড়বে শুধুই ক্লেশ!
তবু কী যায় চুপটি থাকা?
চিল-শকুনের ভাঙ্গবো পাখা!
সুখ-শান্তি আনবো আবার-শত্রু করেই শেষ।