ঐ ছেলেটা ভ্যালভ্যালেটা-
হঠাৎ দিলো শিসস্
বুকে আমার উঠলো কাঁপন-
মনটা বলে ইসস্!


ফর্সা পোলা, বোতাম খোলা
আকাশ রঙের শার্ট;
কালো কাঁচের চশমা চোখে-
শাহ'রুখ খানের আর্ট!


ঈদের মেলায়, নাগরদোলায়-
প্রথম চোখাচোখি;
চোখ মেরে কয়-"হবি নাকি
আমার প্রাণের সখি?"


গেছে-ই বয়ে সখি হয়ে-
নেইতো আমার কাজ?
তবুও কেন মনের ভিতর
ভ্যালভ্যালেটার রাজ!


ধুৎতরি ছাই! আর যদি যাই
এই ধরেছি কানে!
বাঁকা চোখের ঐ ছেলেটাই
মারবে বুঝি প্রাণে!


______________
১৬/০৬/১৮, লালমনিরহাট।