তোমায় ভালো রাখতে গিয়ে-
হচ্ছি নাজেহাল!
তুমি আছো দুধে ভাতে
আমি পোহাই ঝাল!


রাখতে তোমার সুখের ধারা-
খাচ্ছি রোজই মোষের তাড়া!


নেই তো জানা ছুটবো এমন
আর যে কত কাল!
ক্যান রে শালা  ইয়ে করে-
পুড়লাম এ কপাল!