“বাবা-
একটা কথা কই?
রাত পোহালে ঈদের দিন
নাচছে সবে তা-ধিন ধিন
চারদিকে হইচই!


কিন্তু গাঁয়ের বাঁকে-
ঝুপড়ি ঘরে স্বজন বিহীন
যেই ছেলেটা থাকে
একটা নতুন জামা কিনে
দেয়নি কেহ তাকে!


তুমি, কাকাই, বড়ো মামা
দিলে আমায় তিনটি জামা
ভাবছি আমি সেই;
ওখান থেকে একটা জামা
এতিমটাকে দেই!


কেমন সেটা হয়?
ঈদ মানে তো সবার খুশী
আল্লাহ্-রসুল কয়!
ওর খুশীটা দেখবো আমি
না হলে ঈদ নয়!”