‘মৃত্যুর যোগ আছে ! নরকেই যাবি’
গুরুকথা শুনে-  হরি  খায় শুধু খাবি!
নরকের ভয়ে তার- বুক  দুরু  দুরু!
রক্ষার উপায় খোঁজে,ভজে-গুরু!গুরু!


গুরু বলেন-‘উপায় আছে কর্ কিছু দান!
লিখে দে আমার  নামে  উচু জমিখান!
ঐখানে  গড়া হবে-  কালি-মন্দির,
পুঁজো হলে ফাঁড়া কেটে যাবেরে অধীর!’