.           তারপর আর কিছু বলার ছিলোনা |
তুমি পা’ বাড়ালে আপন গন্তব্যের অভিমুখে-
দিগন্তজুড়ে তখন সূর্যের শেষ প্রলেপটুকু
                 ক্রমশঃ ধূসর হয়ে আসছিলো,
মোয়াজ্জিনের সুরেলা কন্ঠে বেজে উঠেছিলো-
আযানের ধ্বনি, পবিত্র ডাক ||


যতক্ষণ দেখা গেলো-
আমি ঠাঁয় দাঁড়িয়ে চেয়ে রইলাম,
                   মনে ক্ষীণ আশা
অন্তত একটিবার যদি পিছন ফিরে তাকাও-
তুমি তাকালেনা ||


তোমার এতসব স্মৃতি-
কখন আঁচলে বেঁধে দিয়েছিলে টেরও পাইনি,
যখন চলে গেলে- তারা সক্রিয় হয়ে উঠেছে
আমাকে দুমড়ে-মুচড়ে ভাসিয়ে নিয়ে গেলো...
আমি ভাসছি, ভেসেই চলছি
                          যদিও সত্যটা জানি-
এজীবনে তোমার আর... ফিরে আসা নেই ||