সিংহ মামার ঘাড়ে বসে
শেয়াল নাচায় ঠ্যাঙ
সারস দেখে তেড়ে আসে
ঘরের কুণি ব্যাঙ!


হরিণ দেখে তালুক ছেড়ে
গুহায় ঢোকে বাঘ!
বিড়াল কাঁপে থর-থরিয়ে
ইঁদুর হলে রাগ!


ঘুঘু দেখে সুরুৎ পালায়
বনের পথে বাজ!
হাতি ঘোড়া তল হয়েছে
গাধায় করে রাজ।


রচনা : ১৮ আগষ্ট ১৯৮৮
নাখালপাড়া, তেজগাঁ, ঢাকা।