জলের আশায় হলেম চাতক
জল-ই এখন আমার ঘাতক!
তৃষ্ণা তো না মিটে...
ব্যস্ত রাখে- সারাটা ক্ষণ-
সয় না প্রাণে এই জালাতন!
মন জুড়ে কালসিটে!


যতো থাকি মেঘের আশায়-
দূরে থেকেই কাঁদায় হাসায়
রঙ্গ করে নানা...
পাইনা আমি সঠিক দিশে-
ক্যান মজিলাম তারই ইশে
হয় না সেও জানা!!
===========