আমাদের ঘনশ্যাম খুব ভালো ছেলে,
সারাদিন- টই টই কাজ কাম ফেলে,
সে নাকি দল করে!
রক্তকে জল করে-
ফি-বছরই এই দেশে নির্বাচন এলে ||


ঘনশ্যাম আজকাল চা-পানও খায়,
এর ওর হাত ধরে ভোটখানা চায়,
মার্কাটা তুলে ধরে-
কাকুতি মিনতি করে,
বয়ষ্ক হলে কেউ হাত রাখে পায় ||


কথার বিরাম নেই তার দুই ঠোঁটে,
উন্নয়ন, উন্নতি- খই হয়ে ফোটে,
এতোই দেশের টান-
শুনে লোকে আটখান।
শংকাটা কাটে না, কি যে হয় ভোটে ||