-কেমন আছিস রমা?

-বেঁচে আছি কোন মতো!
বুকের নিয়ে হাজার ক্ষত!
লাল কষ্ট, নীল কষ্ট-
কষ্ট শুধুই জমা!


-কেনো? কিসের ভুলে?


-দেখে-শুনে করিনি প্রেম!
ভেবেছিলাম নো-প্রবলেম!
এখন দেখি গলদ ছিলো
ঐ মিনসের মূলে!


-বলছিস কি? ও মা!


-ছলা-কলা সকলই ঝুট
ডাকাত হয়ে করেছে লুট
সুযোগ বুঝে পালিয়ে গেছে-
প্রাণের প্রিয়তমা!