প্রাণপাখিটা বড় আপন চাইনা তো হোক উড়ু!
রুখে দেবার- সাহসটা নেই, বুকটা দুরু দুরু!
বলুন তবে- কে বা হবে নব্বুইয়ের সেই নুরু?
         যে যাই বলুক হা-জ্বি!
                       সহসা হই রাজি-
         ওদের মতোই সাজি!
ওদের আছে বোধের খরা, কে করবেন শুরু?
এই যে আমি- শান্তিকামী চামড়াটা নয় পুরু!
গণ-তন্ত্রের- গতর চেটে-ই চলছি এখন গুরু!