(চার/পাঁচ জন মধু সংগ্রহকারীর একটি দল সুন্দরবনের গভীরে পথ হারিয়েছে।সারাদিন পথ খুঁজে খুঁজে তারা যেমন ক্লান্ত তেমন ক্ষুধার্থ। একদিকে বাঘের ভয় অন্যদিকে রাত নেমে আসছে । তবু্ও একটু নিরাপদ যায়গায় বিশ্রাম নিতে বসতেই হলো । দলের মধ্যে বয়সে সবচে’ ছোট এবং সহজ-সরল ব্যক্তিটির নাম হাদা। সে তার মতো একদিকে বসে বাড়িতে যেমন ভাত খায় দু’চোখ বন্ধ করে আপনমনেই  সেরকম অভিনয় করছে। তা দেখে  অন্যরা বড়ই আশ্চার্য। রহস্যের কিনারা করতে বয়ষ্ক ব্যক্তিটি হাদার কাছে এগিয়ে এলো-)


-  কীরে হাদা- করিস কী ভাই?
-  লঙ্কা দিয়ে পান্তাভাত খাই!
-  পান্তা পেলি কোথায় বনে?
-  খাচ্ছি গো ভাই মনে মনে-
   ক্ষুধার জ্বালা করবোটা কি?
   চক্ষু বুজেই গিলতে থাকি!


-  মনে মনে-ই গিলবি যদি
   খাসনা কেনো ননী-দধি?
-  ওসব খাবার বেজায় দামি;
    কি করে খাই? গরীব আমি।


-------<><><>-------