.   গৌরীসেনরা মৌজে আছেন-
                  আনন্দ উল্লাসে;
  কামার-কুমোর, তাঁতী-জেলে
               কায়ক্লেশে ভাসে!


     রোদে পোড়ে কৃষক-মজুর,
             শ্রমিক ভিজে ঘামে,
   গৌরীসেনরা ধাপপা মেরেই-
             সুখে থাকেন চামে!


   চাম ফুরোবে ঘাম জুড়োবে
            উঠবে যখন ক্ষেপে;
    আম-জনতা হিসাব নিবেন-
            সময়-মেপে মেপে!