টুপ করে ডুব দিতে জানি- অতল গহব্বরে-
সাধ্যটা কার ছোঁবে আমায়,কিংবা টিকি ধরে!
ধরতে গেলে পড়তে হবে কঠিন গ্যাঁড়াকলে-
কেননা এই আমার সাথে কুমির বাসে জলে!


তোমরা বলো- গডফাদার, আমরা বলি- গুরু
গুরুর আশীর্বাদের গুণেই চামড়া এতো পুরু!
রাখতে পারি জীবন বাজি গুরু-আদেশ পেলে
তিনি যেমন পিতা আমার আমি তেমন ছেলে!


‘ক’ বললে-‘কাঁকর’ বুঝি ‘খ’ বললে-ই ‘খই’!
ত্রাস ছড়িয়ে গ্রাসটা কেড়ে- ওনার আপন হই!
গণতন্ত্রের ‘গ’টা শেখায়- গোয়ার হওয়া রোজ।
গর্তে গেলেও শর্ত মতন তিনি-ই রাখেন খোঁজ!