ঈশ্বর মানে সুপ্রিম পাওয়ার
তাঁর উপর কেউ নেই তো!
তামাম-জাহান স্রোষ্টা তিনি
ভীত বিশ্বাসও... এই তো?
তাঁর বিষয়ে অতি কিছু জানা-
চেষ্টা করারও রয়েছে মানা!
ভীতটা যদি বা নড়বড়ে হয়
গুরুর বচনও... সেই তো!


এই গুরুজী সত্যি গুরু কী
নাকি কোন ফ্রট, দালাল
আমার পকেট ছিনতাই করে
মানছেন সবই হালাল!
পাপের ভয়ে আমি নমঃ নমঃ
অপরাধটুকু নিয়ে ক্ষমঃ ক্ষমঃ
সেই সুযোগে গুরুজী স্বয়ং
শাহানশাহে শাহ্ জালাল।