“ঐ এলো তেড়ে বেড়ে ইয়া বড় হাপপা*!”
এই কথা বলে আর কতো দিবে ধাপপা?
পাবলিক দিনে দিনে হচ্ছে তো খাপপা*!


একবার জনগণ বিষদাঁতে যদি কাঁটে-
কে বাঁচাবে তোমারে নিয়ে বেহুলার ঘাটে?
রঙ-ঢঙ ঘুচে যাবে-
অধমের কথাটাকে- নিজ গুণে মাপপা*!
_______________________
হাপপা*>(প্রচলিত) বাচ্চাদের ভয় দেখাতে বলে থাকি। বোঝাতে চাই সাপ,সর্প।
খাপপা*> খ্যাপে থাকা,রেগে থাকা।
মাপপা*> মেপে দেখবে, পরিমাপ করে দেখবে।
###বৃহস্পতিবার,০৯ মার্চ ১৯৮৯,সংসদ ভবন, ঢাকা###