হচ্ছি নাকাল,কচ্ছিনা কেউ কথা-
বোধের ঘরে-কাঁদছে স্বাধীনতা!
সুখের পাখি-কবেই গেছে উড়ে
দুখের দহন কেবল অন্তঃপুরে!!


মুখোশ পড়ে ঢাকছে মানুষ রূপ
সুযোগ পেলেই ঘোলা জলে ডুব
আপন জনের মনেও এখন বিষ-
ফেলতে ফাঁদে চেষ্টায়- অহর্নিশ!


এমন হালে  কেমন  করে বাঁচা
নিজ  গোত্রে  নিজেই হাঁড়িচাঁছা!