আনলো কুমির কে উঠোনে-
কেটে এমন খাল?
বলছে হারু- ‘‘ঝাড়ু হাতে
মিছিল হবে কাল!


যে বেটারা ঠকিয়ে গরীব
হচ্ছে মালামাল!
ঝাড়ুপেটা করেই তাদের
বদলে দিবো হাল!


মিছিল হবে! মিছিল হবে!
আকাশ হলে লাল।
ভেবোনা কেউ দারুর নেশায়
হারু-মিয়াই টাল!