‘‘ঐ শালারা- কই শালারা ?
আক্কেলে দেই পানি!
যেই শালারা পরের বেসাত-
করছে টানাটানি!


ভরছে স্ব-পেট, চড়ছে ঘাড়ে
কথায়  কথায়  আঙুল নাড়ে
স্বার্থে টোকা লাগলে পরেই
করছে হানাহানি!


আমি হারু খেলেও দারু
ওদের মতো নই!
ন্যায়কে আমি ন্যায়-ই বলি
রাতকে রাত-ই কই!


দেইনা তো লোভ পরের মালে
নেইনা কড়ি ঘুটির চালে
অন্নে  কারোর ছিটাইনা ছাই-
যতোই গরীব  হই!”
--------------------------------------
২০ জানুয়ারী ২০১৮, লালমনিরহাট।