বুদ্ধিমতি-
চন্দ্রাবতী
ডিম পেড়েছে দুটি;
বিড়াল পুষি-
শুনে-ই খুশী-
ধুলোয় লুটোপুটি!


কুকুর ছানা
পুকুর পাড়ে
আনন্দে ঘেউ ঘেউ!
“ছোট্ট সোনা
শোলের পোনা
খবর জানো কেউ?”


চড়ুই পাখি-
উঠলো ডাকি
“খবর আছে জানা;
ক’দিন পরে
বুবুর ঘরে
হাসবে দু’টি ছানা!”
------------------


কৈফিয়তঃ
কাকতালীয় ভাবে ‘চন্দ্রাবতী’ নামে আসরে একজন কবি রয়েছেন যার নামের পাশে দু’টি ০০ (শূন্য) বিরাজমান -“চন্দ্রাবতী০০”। এই ছড়াটি মোটেই তাকে উদ্দেশ্য করে লেখা নয়। আমার সাত বছরের নাতনী ‘সিনথি’ আর তিন বছরের নাতি ‘জিদান’-এদের একজোড়া কবুতর রয়েছে যাদের নাম তারা রেখেছে ‘চন্দ্র’ এবং ‘চন্দ্রাবতী’। হাতের মুঠোয় খাবার নিয়ে সিনথি যদি চন্দ্র এবং চন্দ্রাবতীকে ডাকে তারা উড়ে এসে তার বাহুতে বসে হাতের তালু থেকে খাবার খুটে খায়! কিন্তু অন্য কেউ ডাকলে তারা এসে বাহুতে বসেনা, ভয় পায়- তখন মাটিতে খাবার ছড়িয়ে দিলেই শুধু খুটে খায়। সেই চন্দ্রাবতী খোপে দুটি ডিম পেড়েছে। তা নিয়ে ছড়া লেখার জন্য বায়না ধরেছে সিনথি আর জিদান। কী আর করা?