(আসরের প্রিয়কবি মূলচাঁদ মাহাতকে নিবেদিত আটটি লাইন, তার হিসেব কবিতার ছায়া মাত্র)


ঘটের ভিতর জট পাকিয়ে,
হিসেব-নিকেশ র’লো,
যাবো বাড়ি। পাকলো দাড়ি,
বয়স কতো হলো?


ঝাপসা দু’চোখ, কানে খাটো,
ধনুক বাঁকা পিঠ;
নাদান মনেই  নিত্য ক্ষনে-ই
সময় বাঁধে গিঁট।।