(০৪.০৬.২০১৮ তারিখে প্রকাশিত কবি প্রনব মজুমদার-এর "ফুসসসসসসসসসসসসস্" কবিতার মন্তব্যে লেখা কবিতা। কিছু পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে। প্রিয় কবিকে সম্মানের সাথে নিবেদন করা হলো)


যন্ত্র যদি কাব্য লেখার-
কাজটা করে শুরু!
ডুবে যাবেন বিদ্রোহী আর
ডুববে কবিগুরু!


ভুলে-ভালের মানুষ তাঁরাও
যন্ত্র কী ভুল করে?
যন্ত্রকবি হলে সে বাস-
করবে কোন স্তরে?


আমরা মানুষ মেধায় খাটো
কলমে কম জোর,
একটা মোটে কাব্য লেখায়-
রাত্রি করি ভোর!


যন্ত্রকবি এক নিমিষেই-
লিখবে হাজার কুড়ি!
তাইতো বলি মানুষ হয়ে-
যন্ত্রকে নয় তুড়ি!