চৈত্র দিনের দুপুর বেলায়-
সূর্য নিলো ছুটি-
যেই শুনেছে চাঁদের ঘোড়া
ডিম পেড়েছে দু’টি!


নিপেন বাবুর হালের বলদ-
রোজই ওঠে গাছে;
তাইনা দেখে সভায় বসে-
রুই-কাৎলা মাছে!


বট, পাকুর, কড়াই, সেগুন
মেহেগুনী আর শাল-
জোট বেঁধেছে তারা সবাই
করবে মিছিল কাল!