কথার পিষ্ঠে কথা সাজালে-
যখন জোটবে গাঁট্টা;
ভেবে নিস তোর হজমের দোষ
মোটেই তা নয় ঠাট্টা।
পারিস যদি গিলবি দু’কাপ-
আমড়া চোঁচার খাট্টা।


কথায় বড়ো চাস্ না হতে
বড়ো হতে শিখ কর্মে
কর্মগুণীরা কখনও মরে না
বাঁচে মানুষের মর্মে
সহজ ভাষার সহস কথাটি
থাক্ সকলের ধর্মে।।