( অত্যান্ত প্রিয় কবি- মোঃ আমির হোসেন এর কবিতা- “দুই মাতালের তাল-বেতাল অতঃপর” পাঠন্তে
মন্তব্যের ঘরে রচিত ছড়াটি কবির সম্মানে নিবেদিত)


ও পাড়ার হরিলাল-
মদ গিলে বেশামাল!
বউটাকে মাসি ডেকে
তিলকে বানায় তাল!


বলে-
“মাসি ভালো আছো?
তোমাদের বউ কই?
পাড়াময় সারাদিন-
করে শুধু টই টই!
       অমল আর আন্না,
        করে শুধু রান্না!
উচিতটা বললে-
আমি যে খারাপ হই!”


বউ রাগে ফুটে খই!
“আমি তোর মাসি হই?
তবে রে মিনষে-
ঝাড়ু পেটা করে লই!”
        বাপরে কি কান্ড!
         বউ কি পাষান্ড!
ঝাড়ুপেটা খেয়ে হরি-
পরি-মরি ছোটে ঐ!!


নেশা নেশা ভাবটা-
টোটে না সে চাপটা!
জোড়হাত করে বলে-
“চাই মা-রে মাফটা!”