হোক সে পণ!
ছড়া-ই হবে সত্য-ন্যায়ের-
বজ্রকঠিন উচ্চারণ!


ছড়ায় ছড়ায় গড়বো দেশ,
অসংগতির করবো  শেষ!
ছড়ার ডাকে উঠবে জেগে-
নির্যাতিত জনগণ!


ছড়ায় ক'বো মনের কথা-
হাসবে ছড়ায় স্বাধীনতা!
আসবে আলো আঁধার ফুঁড়ে-
নির্ভাবনায় অনুক্ষণ!


ঝাল-মিষ্টি   ছড়ার ভাষা-
ছড়িয়ে দেবে নতুন আশা!
সৃষ্টি সুখের মিষ্টি আলোর-
অন্ধকারে বিচ্ছুরণ!


পাহাড়-নদী, ফুল ও পাখি
ছড়াতেই হোক মাখামাখি
নিঃস্বার্থক ভালোবাসার-
স্বনির্ভর উপার্জন!